ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ দিয়ে আবারও চেন্নাই স্কোয়াডে ফিরেছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ফিরেই নিজের জাত চেনালেন কাটার মাস্টার। কলকাতার বিপক্ষে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ দুই উইকেট তুলে নেন টাইগার পেসার। ফলে ৯ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষস্থান দখল করেন মোস্তাফিজ।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার টস জিতে বোলিং নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ২ ওভারে ১২ রান খরচা করে উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজ। এরপর ডেথ ওভারের জন্য তাকে জমিয়ে রেখেছিলেন চেন্নাই অধিনায়ক।
১৮তম ওভারে এসে ৯ রান খরচা করেছিলেন মোস্তাফিজ। ২০তম ওভারে নিজের প্রথম বলেই শ্রেয়াস আইয়ারকে মিড উইকেটে রবীন্দ্র জাদেজার ক্যাচ বানান কাটার মাস্টার। কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস আসে আইয়ারের ব্যাট থেকেই। ২ বল পর মিচেল স্টার্ককে রাচিন রবীন্দ্রর ক্যাচ বানান এই টাইগার পেসার।
শেয়ার করুন