পুলিশ পদকে মনোনীত হলেন কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ

মৌলভীবাজার

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধিঃ

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ
দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদকপ্রাপ্ত মনোনিত হলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়াটার থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও বাংলাদেশ পুলিশের (বাংলাদেশ পুলিশ পদক) পেলেন,মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম বার।
জানাগেছে , ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দিবেন।

এক প্রতিক্রিয়া ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফসল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে কুলাউড়া থানা পুলিশ বদ্ধ পরিকর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *