প্যাটারসন সিটি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

রাজনীতি

প্রেস বিজ্ঞপ্তি:

যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল ২৪শে অক্টোবর (সোমবার) নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্যাটারসন সিটির 130 Wayne avenue-তে বর্নালী রেষ্টুরেন্টে সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। শায়েক হোসাইনকে সভাপতি ও নাহাত চৌধুরী সানিয়াতকে সাধারণ সম্পাদক করে ৩১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।নবগঠিত কমিটির সহ-সভাপতি: জায়েদ আহমদ,শাহজাহান হান্নান সাজু,দীপ্ত রায়,যুগ্ম সাধারণ সম্পাদক: শাইকুল ইসলাম নাঈম,রাজু খান, সাংগঠনিক সম্পাদক: সজীব আহমদ চৌধুরী (রুবেল),দপ্তর সম্পাদক: ছালা উদ্দিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: আবুল কালাম,ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: আলী আকবর সামি,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক: আহমেদ রুমান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: হোসেন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক: সায়মা চৌধুরী,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: অপূর্ব সেন অপু,যুব ও ক্রীড়া সম্পাদক: কবির আহমদ,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক: টিটন তালুকদার,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: বিউটি নাদিম।

এছাড়াও সাধারণ সদস্য হলেন নিয়াজ নাদিম,রেদওয়ান আহমদ, রিফাত হোসেন,আব্বাস উদ্দিন,সাব্বির আহমদ, আনোয়ার পাশা,রাহিন খান, জগলুল পাশা,রুবেল হোসেন, কামাল পাশা,আজাদুর রহমান আজাদ।

প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি শায়েক হোসাইন বলেন: গতকাল ২৪ শে অক্টোবর (সোমবার) যুক্তরাষ্ট্র ও নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে প্যাটারসন সিটি আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে।নিউজার্সি স্টেট আওয়ামী লীগের অধীনে আমাকে (শায়েক হোসাইন) সভাপতি ও নাহাত চৌধুরী সানিয়াত কে সাধারণ সম্পাদক করে ৩১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।তাই আমি এবং আমার প্যাটারসন সিটি আওয়ামী লীগের নবগঠিত সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু কে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা ও মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি।আমি আশাবাদী আমাদের এই কমিটির সকল নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শকে উজ্জীবিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাবে ইনশাআল্লাহ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাবেক ৩ বারের সফল সভাপতি ও সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য সুজন আহমদ সাজু, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক পান্না, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম চৌধুরী,নিউজার্সি স্টেট আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন,নিউজার্সি স্টেট আওয়ামী লীগ নেতা শফিউর রহমান বাবলু সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *