দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। এই তাপদাহ থেকে রক্ষা পাচ্ছে না প্রাণিকুল।
এমন জনাকীর্ণ জায়গায়ও তার ভয় ধরাতে পারছে না কেউ। প্রশান্তির পানিতে গা চুবিয়ে বেঁচে থাকার নিরন্তর চেষ্টা করছিল কুকুরটি।
বেলা তখন আকাশের মধ্য-সীমায়। রোদের তেজ যে প্রাণিকুলে সইছে না তার প্রমাণ সর্বত্রই মিলছে।
নইলে কি আর সাধে কুকুরটি কক্সবাজারের কলাতলী পয়েন্টে সমুদ্র সৈকতে পানিতে জলকেলি খেলা করে ক্লান্ত হয়ে নেয়!
শেয়ার করুন