প্রিয়াঙ্কার ১০০ কোটির নেকলেস সম্পর্কে জেনে নিন

বিনোদন

ভাইয়ের বিয়ে, প্রিয়াঙ্কা তো আসবেনই! বিয়ের আসরে বর-কনেকে ছাপিয়ে প্রিয়াঙ্কার জমকালো উপস্থিতিই এখন আলোচনার তুঙ্গে। ৭ বছরের ছোট ভাই সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায়ের বিয়েতে সপরিবারে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রতিটি অনুষ্ঠানেই ঝলমল করছিলেন তিনি। সাজপোশাকের পাশাপাশি প্রিয়াঙ্কার পরা একটি বিশেষ নেকলেস দৃষ্টি কেড়ে নেয় সবার।

ইতালির লাক্সারি ফ্যাশন হাউজ বুলগারির অত্যন্ত মূল্যবান নেকলেসটি প্রিয়াঙ্কা পরেছিলেন ভাই সিদ্ধার্থের বিয়ের দিন। পোশাক ছিল মনীশ মালহোত্রার নকশা করা সুইটহার্ট নেকলাইনের লেহেঙ্গা। পোশাকেও বহু মূল্যের কয়েক হাজার ক্রিস্টাল ঝলমল করছিল। তবে প্রিয়াঙ্কার নেকলেসটিই ছিল শো স্টপার।

নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা। ছবি- সংগৃহীত নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা। ছবি- সংগৃহীত

‘দ্য এমির‍্যাল্ড ভেনাস’ নামের নেকলেসটি ছিল বহুমূল্যের হীরাখচিত। হীরার পাশাপাশি ৬২টি পান্না বসানো এই নেকলেস তৈরিতে সময় লেগেছে ১ হাজার ৬ শ ঘণ্টা!

বর ও কনের সঙ্গে প্রিয়াঙ্কা-নিক। ছবি- সংগৃহীত বর ও কনের সঙ্গে প্রিয়াঙ্কা-নিক। ছবি- সংগৃহীত

‘ভোগ’ বলছে, এই নেকপিসের দাম ৭০ কোটি রুপি বা ৯৭ কোটি টাকা। প্রিয়াঙ্কা চোপড়া বুলগারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফলে বিয়ের বেশ কয়েকটি অনুষ্ঠানেই তিনি অনুষঙ্গ হিসেবে এই লাক্সারি ব্র্যান্ডের নেকপিস বেছে নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *