ফারজানার ইতিহাস গড়া সেঞ্চুরি

খেলাধুলা

খুব বেশি ম্যাচ না খেললেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মেহরাব হোসেনের নামটা বিশেষভাবে যুক্ত হয়ে আছে। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা মেহরাবের ১০১ রানের ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি।

দুই যুগ পর এবার মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারজানা হক। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ফারজানা।

দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিনে আরেকটি কীর্তি গড়ার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন ফারজানা। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে উইকেটে টিকে ছিলেন ৫০তম ওভার পর্যন্ত। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যাওয়ায় অপরাজিত থেকে ফিরতে পারেননি। আউট হওয়ার আগে ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান। উঠে যাওয়ার সময় দর্শকদের পাশাপাশি ভারতীয় ফিল্ডারদের অভিনন্দনও পেয়েছেন ফারজানা।

৩০ বছর বয়সী ফারজানা প্রথম ওয়ানডে সেঞ্চুরির আগে দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ইনিংস খেলার কীর্তিও গড়েন। মেয়েদের ওয়ানডেতে এত দিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস ছিল সালমা খাতুনের ৭৫ *, যা খেলেছিলেন ২০১৩ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে।

২০২১ সালে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪১ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শারমিন আক্তার। তবে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হওয়ায় সেটি লিস্ট ‘এ’র সেঞ্চুরি হিসেবে বিবেচিত হয়েছিল।

মিরপুরে ফারজানার সেঞ্চুরির দিনে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ২২৫ রান তুলেছে নিগার সুলতানার দল। এটি ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহও। সর্বোচ্চ ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৩৪ রান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *