সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে ৫টি পরিবারের বসত ঘর। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সাবেক ইউপি মেম্বার ইনসান আলী, এনাম মিয়া, মৃত আব্দুল মতিন, সমসুল আলীর ঘর পুড়ে ছাই হয়ে যায়।এর মধ্যে সমসুল আলীর ঘর আংশিক পুড়েলেও অন্যদের কিছুও রক্ষা পায়নি।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডের সোনা, টাকা পয়সা আসবাব পত্রসহ সব মিলিয়ে প্রায় ৫০লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা। এত ব্যাপক অগ্নিকাণ্ড আমি কম দেখেছি। ক্ষতিগ্রস্তরা পারিবারিকভাবে আলাদা হলেও ঘরগুলো একই চালের তাই আগুন ছড়িয়েছে সব ঘরে।
টিম লিডার হিসাবে থাকা ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদ হাসান শুভ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ইনসান আলীর ঘর থেকেই আগুনের সুত্রপাত হয়। তবে সুত্রপাতের নির্দিষ্ট কারন এখনো সনাক্ত করা যায় নি। আমরা বিষয়টি আরো খতিয়ে দেখব। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের ঘরের কিছুই অবশিষ্ট নেই। আগুনের তাপে কয়েকটা পাকা দেয়ালও ফাটল ধরেছে।এখনে সব মিলিয়ে আনুমানিক প্রায় ৫০লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তথ্য পাচ্ছি।
শেয়ার করুন