ফেঞ্চুগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নিতির অভিযোগপত্র প্রধান

মৌলভীবাজার

রাসেল আহমদ:

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিক কোনা বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল পাশার বিরুদ্ধে বিদ্যালয়ের ভূমি দাতার ছেলে ও ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান ১৪ ই সেপ্টেম্বর রোজ বুধবার উপজেলা শিক্ষা অফিসারের কাছে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ এনে একটি অভিযোগপত্র প্রধান করেন।

এসময় অভিযোগ পত্রে তিনি উল্লেখ করে বলেন যে গত কয়েকদিন যাবৎ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিভিন্ন প্রক্রিয়া চলছে প্রধান শিক্ষক কামাল পাশা তাহার পছন্দ মত লোক দিয়ে মনগড়া কমিটি গঠন করেন।এলাকার কোন লোক জানেনা এমন কি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের অভিভাবকরা ও জানেন না এবং দাওয়াত দেওয়া হয় নি। আমি একজন দাতা সদস্য হিসাবে উনার নিকট থেকে কোন দিন কোন চিঠি বা দাওয়াত পাই নাই । তিনি এলাকার একজন জামায়াতের লোক কে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন করার পায়তারা করতেছেন , সভাপতি নির্বাচনের দিন কাউকে বলেন নাই এমন কি মিটিং করেন নাই, এমন কি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক রা জানেন নাই, এমতাবস্থায় প্রধান শিক্ষক কামাল পাশা তিনি একা উনার মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করেন। এলাকাবাসীর ধারনা উনি বিভিন্ন সময়ে বিদ্যালয়ের যে অনিয়ম ও দুর্নীতি করেন তা গোপন রাখার জন্য উনার মনমতো লোক দিয়ে কমিটি গঠন করেছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দের বিভিন্ন অভিযোগ তাহাদের সাথে প্রধান শিক্ষক খুব খারাপ আচরন করেন, সভাপতি আব্দুল কাদির বদলার সাহেব এর কাছে বিচার দিয়েও কোন প্রতিকার পান নাই। প্রধান শিক্ষক এর খারাপ আচরণের কারনে সহকারী শিক্ষক দের মন-মানসিকতা খারাপ হওয়ায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের লেখা পড়ার মান অত্যন্ত নিম্ন মানের হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল পাশা ক্ষুদ্ মেরামত ও স্লিপ ফান্ডের টাকা বিদ্যালয়ের কাজে খরচ না করে তুলে নিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল পাশা রিলিজ স্লিপের ৭৯,০০০/টাকা সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করে বিদ্যালয়ের কোন কাজ করেন নাই। এবং শিক্ষক গণের মাসিক বেতনের সীটে সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করে থাকেন। উনার স্বেচ্ছাচারিতার কারনে বিদ্যালয়ের সার্বিক অবস্থা বর্তমানে ধ্বংসের পথে, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর ভর্তির হার দিন দিন কমতেছে, লেখা পড়ার মান খুব খারাপ, একজন অদক্ষ অসৎ প্রধান শিক্ষা এর কারনে বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাবে। এলাকাবাসীর দাবী প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে এর বিহিত ব্যবস্থা গ্রহন করার জন্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *