আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরই এই দুই ম্যাচের টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য উভয় দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নেওয়ায় টেস্ট সিরিজটি স্থগিত করা হয়।
জিম্বাবুয়ে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল। সেই একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতেছিল বাংলাদেশ। চার বছর পর জিম্বাবুয়ে আবারও বাংলাদেশ সফরে আসছে।
প্রথম টেস্ট ম্যাচটি ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ মে মাসে পাকিস্তান সফরে যাবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
শেয়ার করুন