বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ এক ভেন্যুতেই হবে তিন ম্যাচ

খেলাধুলা

পরিবর্তিত পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ সংখ্যা কমিয়ে আনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই পাঁচ ম্যাচের পরিবর্তে এখন তিনটি কুড়ি ওভারের ম্যাচ খেলবে দুই দল।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে গিয়ে দুটি ভেন্যুতে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যকার সামরিক সংঘাতের পর সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও সংঘাত থেমে যাওয়ায় নতুনকরে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়।

বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে রাজি হলেও কিছু শর্ত জুড়ে দেয়। সফর লম্বা না করতে চাওয়ায় ম্যাচ সংখ্যা কমিয়ে আনার দাবি জানায় ক্রিকেটাররা। পাশাপাশি ভ্রমণ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এক ভেন্যুতে সিরিজ আয়োজনের শর্ত দেয়। এসব বিষয় নিয়ে পিসিবির কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

পিসিবি সে প্রস্তাবে রাজি হওয়ায় ম্যাচের পাশাপাশি আসন্ন সিরিজটিতে ভেন্যু সংখ্যাও কমানো হয়েছে। অর্থ্যাৎ দুই ভেন্যুর পরিবর্তে এক ভেন্যুতেই টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি আয়োজন করা হবে-লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও ম্যাচ তিনটির সূচি এখনও চূড়ান্ত হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *