বাংলাদেশকে এক জাহাজভর্তি পটাশ সার বিনামূল্যে দেবে রাশিয়া

জাতীয়

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে গম ও সার সরবরাহ অব্যাহত রাখতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

রাশিয়া বাংলাদেশকে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন পটাশ সার দেবে। দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে এ কথা জানিয়েছেন।

এ প্রস্তাবের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশে বিনামূল্যে গম ভর্তি একটি জাহাজ সরবরাহ করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা এ লক্ষ্য অর্জনে অক্লান্ত পরিশ্রম করছি।’

রাশিয়া বাংলাদেশের গম ও সার সরবরাহকারীদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ এ পর্যন্ত দুই কোটি ৬০ লাখ মেট্রিক টন আমদানিকৃত গমের দাম রাশিয়াকে পরিশোধ করেছে।

তিনি বলেন, ‘বন্যাসহ বিরাজমান অর্থনৈতিক অবস্থার কারণে আমদানি করা গমের শেষ চালানের টাকা পরিশোধ করা সম্ভব হয়নি।’

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে গম ও সার সরবরাহ অব্যাহত রাখতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

রাষ্ট্রদূত জবাবে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে রাশিয়াকে লিখিতভাবে অবহিত করার অনুরোধ জানান। এ সময় তিনি বাংলাদেশের অনুরোধ বিবেচনার আশ্বাস দেন।

রুশ রাষ্ট্রদূত বাংলাদেশে সাইবার সিকিউরিটি এবং ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দুদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা এ ব্যাপারে সহমত প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ খাতে সহযোগিতা বাড়ানো হবে।

বৈঠকে ঢাকাস্থ রুশ দূতাবাসের কাউন্সেলর আন্তন চেরনভ ও ভ্লাদিমির মোচালভ, দূতাবাসের প্রতিনিধিগণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *