আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশি সরকারি পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। সাধারণ নাগরিকরা এ সুবিধা পাবেন ২ জানুয়ারি থেকে।
সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত থাইল্যান্ড দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ই-ভিসা আবেদনকারীর ই-মেইলে পাঠানো হবে।
এর পাশাপাশি, ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। থাইল্যান্ড সরকার ইতোমধ্যেই ৬৯টি দূতাবাসে ই-ভিসা সুবিধা চালু করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এটি ভ্রমণ পিপাসুদের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন এক যুগান্তকারী পরিবর্তন আনবে।
শেয়ার করুন