শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে সামাজিক ও আন্তধর্মীয় সম্প্রীতির গুরুত্ব অনুধাবন ও ধারণা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি বিষয়ক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন বাগেরহাট সদর-ব্রেইভ প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ বিডি) বাগেরহাটের আয়োজনে শনিবার ( 29 অক্টোবর) দিনব্যাপি শহরের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের একাডেমিক ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, এনডিএফ, বাগেরহাটের জেলা সমন্বয়কারী আবিদা সুলতানা এবং হাঙ্গার প্রজেক্টের ব্রেইভ প্রকল্পের সদর উপজেলা সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান। বিকেলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) বাগেরহাট জেলার সভাপতি সেখ সাকির হোসেনসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ৮টি স্কুল ও মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং সনদপত্র বিতরণ করেন।
শেয়ার করুন