পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই সড়কে কাজ করার ফলে ঘর-বাড়িতে পানি উঠায় সিলেট নগরীর কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেছেন স্থানীয় কয়েকটি গ্রামের লোকজন।
বুধবার (১৪জুন) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করেন স্থানীয় জনসাধারণ।
জানা যায়, কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ার পর থেকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা না করেই কাজ শুরু করায় অল্পবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাসা-বাড়িতে পানি উঠছে। এতে করে পানিবন্দী হয়ে আছেন কয়েকটি এলাকার মানুষ।স্কুল-কলেজে যাতায়াত করতে পারছেনা ছেলে মেয়েরা।বিষয়টি তারা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের দায়িত্বশীলদের বার বার অবগত করেছেন কিন্তু তারা কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি।
এ কারণে বুধবার দুপুর ১২টার দিকে কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের মইয়াছড়,নয়া কুরুমকলা, নাজিরেরগাঁও শিমুলতলা এলাকাবাসী।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মকসুদ আহমদ সিলেট প্রতিদিনকে বলেন,কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করণের কাজ চলছে।কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই সওজ শুরু করেছে।পানি চলাচলের যেসব রাস্তা ছিল সেগুলো বন্ধ করে রাখা হয়েছে।ফলে পানি বন্দী হয়ে আছেন কয়েকটি এলাকার মানুষ।এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সওজ কর্তৃপক্ষকে অবগত করলেও তারা কর্ণপাত না করায় আজকে এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন।
স্থানীয়রা জানান, কাজের শুরু থেকে তারা দাবি জানিয়ে আসছেন পানি চলাচলের জন্য ব্যবস্থা করে দিতে।না হলে তারা বাড়ি-ঘরে থাকা সম্ভব না।বারবার দাবি জানালেও কর্তৃপক্ষ কথা কানে নিচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্কুল-কলেজে যাতায়াত করতে পারছেনা ছেলে মেয়েরা। ড্রেনের ময়লা-আবর্জনার পানি ঘরের মধ্যে প্রবেশ করছে। আজকের মধ্যে দাবি মানা না হলেও তারা সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখবেন।
শেয়ার করুন