বানারীপাড়া ব্লাড ব্যাংকের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

জাতীয়

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি,

মানবতার টানে ভয় নেই রক্তদানে বানারীপাড়া উপজেলার মধ্যে সর্বাধিক নিয়োজিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। ১লা ফেব্রুয়ারি বানারীপাড়া ব্লাড ব্যাংকের একক প্রচেষ্টায় বানারীপাড়া বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন বানারীপাড়া পৌর শহরে শিক্ষা অনুরাগী, রাজনীতিবীদ ও সমাজ সেবক মোঃ আব্দুস সালাম, প্রধান উপদেষ্টা বানারীপাড়া ব্লাড ব্যাংক,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বানারীপাড়া উপজেলা ও বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, বানারীপাড়া ব্লাড ব্যাংকের সহকারী পরিচালক রাইসুল ইসলাম সানি। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বানারীপাড়া ব্লাড ব্যাংক এর কার্য নির্বাহী সদস্য মাঈনুল মল্লিক,প্রনয় এবং শিক্ষার্থীবৃন্দ। বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রত্যাশা শিক্ষাই শান্তি, এটা ধরে রাখতে হলে প্রয়োজন সচেতন নাগরিক সমাজের ঐক্যবদ্ধতা। তাই মানুষের তরে সেবার হাত বাড়িয়ে দিয়েছে বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি ও সকল দেশ ও দেশের বাহিরের সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *