বানারীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী এ,কে ফাইয়াজুল হক রাজুর দিনভর গনসংযোগ ও বিভিন্ন কার্যালয় উদ্বোধন

জাতীয়

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ বানারীপাড়া-উজিরপুর আসনের স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলা এ,কে ফজলুল হকের দৌহিত্র এ,কে ফাইয়াজুল হকের প্রতীক ঈগল মার্কার বানারীপাড়ায় বিভিন্ন ইউনিয়নে দিনভর গনসংযোগ ও বিভিন্ন কার্যালয় উদ্বোধন করেছেন। এ সময় তার সফরসংগী হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসহায় গরীবের বান্ধব খ্যাত ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশারকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল ইসলাম, আওয়ামীলীগের সদস্য তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মহসিন রেজা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুলহাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব যাচাইয়ে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব ফাইয়াজুল হক রাজুর ঈগল মার্কায়
সবার কাছে ভোট চান। সকাল ১১ টায় বানারীপাড়ার নদীর পশ্চিম পারের বাইশারী বাজার থেকে গনসংযোগ শুরু করে , পদ্ধবুনিযা , মরিচ বুনিয়া বাজার, বিশার কান্দি বাজার,জামভিটা, বটতলা, তালুকদার উলা, পবনের হাট, ওয়াজেদিয়া, বাইশারী বাজারে দিনভর গনসংযোগ করে রাত ৮ টায়
বাংলাবাজারে গনসংযোগের মধ্যে দিয়ে নদীর পশ্চিম পারের গনসংযোগ ও পথসভা শেষ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *