বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
১৪-০৯-২০২২ইং
বানিয়াচং উপজেলার আলমপুরে মিশুক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সোহাগ আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাগজুর এলাকার আহাদ মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
আহত সূত্র জানায়, গতকাল দুপুরে শহরের চৌধুরী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত মিশুক আলীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে আলমপুর
এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি ট্রাক্টর সাথে মিশুকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় আশঙ্কাজনক অবস্থায় সোহাগ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোল্লা আবিদুল রেজা তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সিলেট যাওয়ার পথে নবীগঞ্জে তার মৃত্যু হয়। আহত অন্যান্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।