বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি সহ বিরোধী দলগুলো নির্যাতন ও নিপীড়নের কারনে সভা সমাবেশ করতে পারেনি। এখন স্বাধীন ভাবে দেশের মানুষ তাদের মতপ্রকাশ এবং রাজনৈতিক দলগুলো তাদের সভা সমাবেশ ও ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারছেন।
তিনি যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পবিত্র রমজান মাসের দলের নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, বিএনপি সব-সময় গণতন্ত্র, আইনের শাসন ও ধর্মীয় মতপ্রকাশের পক্ষে ছিলো। আগামী দিনে দেশবাসীর আশা-আকাঙ্খা পূরণে কাজ করে যাবেন। আরিফুল হক চৌধুরী গতকাল সোমবার বিকেল ৪টায় কানাইঘাট সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছোটদেশ নয়াবাজার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কানাইঘাটে গুরুত্বপূর্ণ বোরহান উদ্দিন সড়কের বেহাল অবস্থার কথা ইফতার মাহফিলে তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, এ নিয়ে এলজিইডি সিলেটের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, যাতে করে দ্রæত বোরহান উদ্দিন সড়ক সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করা হয়।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি উপদেষ্টা, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি সহ-সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সাল, জেলা বিএনপি সহ-সভাপতি, জেলা কৃষকদলের আহবায়ক, ইকবাল আহমদ তাপাদার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি, মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসাইন বুলবুল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
ইফতার মাহফিলে উপজেলা ও পৌর সহ ৯টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
শেয়ার করুন