বিএনপি-যুবদলের দুই নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার লিখিত অভিযোগ

বাংলাদেশ

বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর পৃথক তিনটি আবেদনে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন- আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং একই উপজেলার যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জানুয়ারি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুমিন ফারহানাকে উদ্দেশ করে বলেন, ‘রুমিন ফারহানা টিস্যু পেপার হয়ে গেছে, টিস্যু পেপার কাজে লাগে না’। এছাড়া, গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে আরেকটি মিলাদ মাহফিলে তিনি রুমিন ফারহানার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

একই মিলাদ মাহফিলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ মন্তব্য করেন, ‘রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই’- যা নারী প্রার্থী হিসেবে তার মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করেছে বলে অভিযোগে দাবি করা হয়।

রুমিন ফারহানার পক্ষ থেকে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বক্তব্যের ভিডিও ফুটেজও রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি স্টার নিউজকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান। তিনি বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *