স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার সমাজ সেবামূলক সামাজিক সংগঠন প্রবাসী ‘দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র পক্ষ থেকে আলোচনা সভা অনুস্টিত হয়েছে।
সোমবার (১৬ ই ডিসেম্বর) দুপুর ২ টায় ফাউন্ডেশনের কার্যলয়ে সংগঠনের সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছইল মিয়ার বড় বোন ফুলতেরা বেগম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মুকুন্দ দুলাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ডাক্তার সাইদুর রহমান সাইদ।
এসময় উপস্হিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি সুরমা বেগম, সদস্য ডালিয়া আক্তার, সুনিয়া বেগম, তাছলিমা বেগম, কামরান আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসী দাদু ভাই ছইল মিয়ার চাচা পালেরচক গ্রামের প্রবীন মুরুব্বি, হাজি চেরাগ আলীকে দেখতে যান।
অনুষ্টানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সুরমা বেগম, গীতা পাট করেন, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী দিশা রানী।