স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোরের শার্শায় খুলনা বিজিবি ২১ ব্যাটেলিয়ান কর্তৃক মোঃ হাসানুজ্জামান(২২) কে ১ কেজি ১০৮ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হাসানুজ্জামান বেনাপোল পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
আজ (২ আগষ্ট) মঙ্গলবার দুপুরে বালুন্ডা টু জামতলা সড়কের ভাগারিখা মোড় থেকে তাকে ১০টি সোনার বার ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য মুল্য ৮৪ লাখ পঞ্চাশ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ তানভীর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে।উল্লেখিত তথ্যের আলোকে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংরা গ্রামস্থ বালুন্ডা হতে জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় নামক স্থানে তল্লাশি অভিযান চালিয়ে ১ কেজি ১০৮ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ হাসানুজ্জামান নামে একজনকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবির পরিচালক বলেন যে,আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন