এম,এইচ,শাহজাহান আকন্দ
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় জব্দ করা চোরাই পণ্য ছিনিয়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনার পর দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার সীমান্ত পিলার ১২৩৪/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপার নামক স্থানে বিজিবি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ৩২২০ কেজি বাংলাদেশী রসুন আটক করে। আটককৃত মালামাল নিয়ে ফেরত আসার সময় চোরাকারবারী ও তাদের সমর্থনকারীরা লাঠিসোটা, রামদা, বল্লম, ও ধারালো অস্ত্রশস্ত্রসহ বিজিবি টহলকে বাধা প্রদান করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতঃ টহলদল জব্দকৃত সকল মালামালসহ ফেরত আসার সময় চোরাকারবারী কর্তৃক বিজিবি টহলদলের উপর অন্ধকারে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে দুইজন বিজিবি সদস্য আঘাতপ্রাপ্ত হয়। বিজিবির শক্ত অবস্থানের কারণে চোরাকারবারীরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। পরবর্তীতে চোরাকারবারীরা সোর্স সন্দেহে উক্ত এলাকার মেম্বার মোঃ আলামিন এর বাড়ীতে হামলা করে। মেম্বারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে চোরাকারবারীদের নেতৃত্ব দেওয়া মোঃ দেলোয়ার হোসেন এবং মোঃ মোবারক হোসেনকে স্থানীয় জনসাধারণ এবং বিজিবির সহায়তায় পুলিশ কর্তৃক গ্রেফতার করে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সম্পূর্ণরুপে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। স্থানীয় জনসাধারণ এবং অন্যান্য সকল সংস্থাকে বিজিবির কাজে সহায়তা করার অনুরোধ করেন
শেয়ার করুন