ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২২-২৩ মৌসুমের নতুন কমিটি গঠনের লক্ষে সোমবার (১৬ জানুয়ারী) রাতে পৌর শহরের একটি রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় ওই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতি ক্রমে আরব শাহ’কে সভাপতি, সিরাজুল ইসলাম রুকন’কে সাধারণ সম্পাদক ও তামিম আহমদ’কে সাংগঠনিক সম্পাদক করে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২২-২৩ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, রুমন আহমদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ, আবিদুর রহমান আবিদ, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, আম্পায়ার প্রতিনিধি খালেদ আহমদ।
নতুন কমিটির নেতৃবৃন্দ উপজেলা ও পৌর এলাকায় ক্রিকেটের পুনঃজাগরণের জন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।