স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তীর সাথে মঙ্গলবার (১৩ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার নেতৃবৃন্দ।
এসময় ইসলামী দলের নেতারা দেশের ক্রাইসিস সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান এবং নিরপেক্ষতা ও জনগণের বন্ধু হয়ে পুলিশকে কাজ করার পরামর্শ দেন। বিশ্বনাথের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে থানার ওসিকে নেতৃবৃন্দ সহযোগিতার প্রতিশ্রæতি প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি, মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার উপদেষ্টা মাওলানা ফয়জুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি, ছাত্রনেতা আরিফুল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার সহ-সভাপতি আব্দুত তাহিদ মিয়া, সহ-সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার রুকন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি মো. শাহেদ মিয়া, সহ-সভাপতি মো. খালেদ আহমদ, সাধারণ-সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।
শেয়ার করুন