বিশ্বনাথ পুরাণ বাজারে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির বিগত ‘৯ বছরের আয়-ব্যয়ের হিসাব ও ভোটের অধিকার ফিরিয়ে দেয়া’র দাবিতে বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে মতবিনিময়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে ধানহাটায় পুরাণ বাজারের ব্যবসায়ী মাসুক মিয়ার সভাপতিত্বে ও রফিকুল ইসলাম ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সালীশ ব্যক্তিত্ব মফিজুর রহমান, পুরাণ বাজার বনিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মধু মিয়া, ব্যবসায়ী আরশ আলী রেজা, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, আব্দুল আহাদ, জয়নাল আবেদীন, সাজ্জাদুর রহমান শিপলু।

‘৯ বছরের আয়-ব্যয়ের হিসাব ও ভোটের অধিকার ফিরিয়ে দেয়া’র সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ঠ সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- ব্যবসায়ী মাসুক মিয়া, মধু মিয়া, ডাক্তার চেরাগ আলী, আব্দুল আহাদ, সিরাজ মিয়া, নানু মিয়া, তাহিদ মিয়া, নাজিম মিয়া, রাজু মিয়া।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়ছল আহমদ ও দোয়া পরিচালনা করেন কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ। এসময় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজী উলফত আলী, ফারুক আহমদ, ওয়ারিছ খান, বাদল দেব পুতুল, ডাক্তার জিন্নাত আলী, আব্দুল জলিল, মফিক মিয়া, দিলবর আলী, আমিনুল হক বাচ্ছু, তাহিদ মিয়া, নূর মিয়া, রহিম উদ্দিন, নানু মিয়া, বাছিতুর রহমান, শামছুল ইসলাম, আব্দুস সালাম, নাজিম মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *