স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকার বিজয়েই মানুষ নিজেদের প্রাপ্য অধিকার পান। আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে। তাই ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকা বিজয় নিশ্চিত করে দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত সিলেট-২ আসনকে এগিয়ে নিতে হবে। নৌকার বিজয়েই অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়া। আওয়ামী লীগের নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোলমডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সর্বস্থরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক নারী-পুরুষের সামনে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট ভিক্ষা চাইতে হবে।
রোববার (১০ ডিসেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সভায় বক্তারা দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জানান এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হয়ে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী উন্নয়নে পিছিয়ে পড়া জনপদকে অনেক এগিয়ে নিবেন।
উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহ শাহিদুল ইসলাম সুজার পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি হিরন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য শেখ নূর মিয়া, মহানগর কৃষক লীগের সহ সভাপতি শেখ আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শেখ দবির মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ নেতা আমির আলী, মনোহর আলী মুন্না, সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আক্তার আলী, কবির আহমদ, আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি ফয়জুল ইসলাম, ২নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের সভাপতি শেখ ফজর রহমান মেম্বার, ৬নং ওয়ার্ডের সভাপতি তকবুল আলী, ৮নং ওয়ার্ডের সভাপতি অশক চন্দ্র দেব, ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন আহমদ কামাল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শানুর আলী জয়দু।
সভায় বিএনপি নেতা হাবিবুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা ঝুটন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনে যোগদান করেন।
শেয়ার করুন