স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের হযরত আছির শাহ রহ. খাজাঞ্চীগাঁও গ্রামবাসী ও এলাকার মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত খাজাঞ্চীগাঁও মোকামবাড়ী সংলগ্ন দক্ষিনের মাঠে ওই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
জামে মসজিদের মুতাওয়াল্লি মাওলানা মুফতি আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করেন পালপুর আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা শাহাব উদ্দিন সালেহী।
গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে বিশেষ অতিথির নসিহত পেশ করেন কিশোরগঞ্জ থেকে মাওলানা হাফিজ কবি সাইফুর রহমান আজাদী, আমন্তিত মেহমান হিসাবে উপস্হিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন।
মাহফিল কমিটির সদস্য সাইদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির নসিহত পেশ করেন উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়রবের সহ প্রধান শিক্ষক মাওলানা কামরুল হুদা সুনামগঞ্জী, মালিকা খানম হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জমসের আলী, জহুরা উসমান খান দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা কয়েছ আহমদ, ক্বারী আব্দুর রহিম কান্দিগাও, হাফিজ রবিউল হাসান।
এসময় গ্রামবাসীসহ ও এলাকার প্রমুখ মুসল্লিয়ানে কেরাম উপস্হিত ছিলেন।