ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১০ ডিসেম্বর) উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
নবী হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থম্যাটন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুর রউফ, উপজেলা প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এসআই খান,
অনুষ্টান গুলিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, মোঃ শাহেদ আহমদ।
এসময় পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো. দবির মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
শেয়ার করুন