বিশ্বনাথে আল জহুর হিফজুল কুরআন মাদরাসায় শোকরানা মাহফিল অনুষ্টিত

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে আল জহুর হিফজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী মো. ফারহান আহমদ মাত্র ২ বছর ৯ মাসে পবিত্র কোরআন মজিদের ৩০ মুখস্হ করায় মাদরাসার পক্ষ থেকে শোকরানা মাহফিল, মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের ক্বারী ছাহেবের বাড়িতে অবস্হিত মাদরাসার কনফারেন্স হলরুমে ওই শোকরানা মাহফিল, মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।

সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মাওলানা মোবাশসির আলী (প্রতাবপুরী হুজুর) এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্টাকালিন প্রধান শিক্ষক হাফিজ কারী মো: নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা শামিম আহমদ, আল জহুর হিফজুল কুরআন মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ কারী মো. আমিনুল ইসলাম, প্রতাব পুর জামে মসজিদের ইমাম মৌলবি কারী মো. মাহবুবুর রহমান।

এসময় মাদরাসার পক্ষ থেকে হাফিজ মো: ফারহান আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
পরিশেষে দোয়া পাঠ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মাওলানা মোবাশসির আলী (প্রতাবপুরী হুজুর)।
এসময় এলাকার মুরব্বি, যুবক, মাদরাসার শিক্ষক, সংবাদকর্মী ও শিক্ষার্থীগণ উপস্হিত ছিলেন।

উল্লেখ্যঃ গত ২০ সেপ্টেম্বর ২০২০ সালে ‘আল হুসাইন ফ্যামেলী হ্যান্ডস ইউকে’র অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছিলো ‘আল জহুর হিফজুল কোরআন মাদরাসা’। প্রতিষ্টার পর এই প্রথম কোন শিক্ষার্থী সম্পূর্ণ ৩০ পারা কোরআন মুখস্হ করে হাফিজ উপাধীতে ভূষিত হলেন রায়পুর টিমাইঘর গ্রামের মো. সামছুদ্দিন এর সন্তান হাফিজ মো: ফারহান আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *