আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাচাই করতে সোমবার (৫ জুন) অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সফলের লক্ষে মোটর সাইকেল শো-ডাউন করেছে ছাত্রলীগ।
রোববার (৪ জুন) বিকেলে পৌর শহরে উপজেলা, পৌর ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মোটর সাইকেল শো-ডাউনটি অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের মোটর সাইকেল শো-ডাউন পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত ছাত্রলীগের মোটর সাইকেল শো-ডাউনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, জুয়েল আহমদ, মামুন আহমদ, আবিদুর রহমান আবিদ, ইমরান আহমদ, শিপন আহমদ, কয়েছ আহমদ, খালেদুর রহমান জহির, জাকির আহমদ, জাকারিয়া ইমন, তুষার পাল, সেলিম আহমদ, নাহিদ আহমদ, মাসুদ আহমদ রিপন, আব্দুর রহমান, নাহিদ আহমদ, আলমগীর আহমদ, সাইদুল আহমদ, সৈকত আহমদ, তুহিন আহমদ, জামিল আহমদ, উজ্জ্বল আহমদ, জয়নুল জয়, রাজু আহমদ, জিহাদ আহমদ, ফখরুল আমিন, সাব্বির আহমদ প্রমুখ।
শেয়ার করুন