ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা লামাকাজী পয়েন্টের সংঘাত-সংঘর্ষ কমানোর লক্ষে সরকারের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করে ১৯৮৪ সাল থেকে উত্তোলন করা লামাকাজী সেতুর টোল আদায় বাতিল করার ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।
সভায় বক্তারা- বিদ্যুৎ-এর ট্রান্সফরমার চুরি বন্ধ করার জন্য নির্ঝন স্থানে থাকা ট্রান্সফরমারগুলো জনবসতি স্থানে আনার ও বিদ্যুৎ কর্তৃপক্ষের নিজস্ব টহল টিম দিয়ে রাতে টহলের ব্যবস্থা গ্রহন করার, মসতুরা পয়েন্টে ও হাবড়া বাজার এলাকায় স্থাপন করা অনুমোদন বিহীন প্লাস্টিক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, সড়ক দূর্ঘটনা রোধ ও চুরি-ডাকাতি-ছিনতাই রোধ করার জন্যই দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার উদ্যোগ গ্রহন করার, টিসিবির পন্য বিক্রি করার ক্ষেত্রে এলাকার জনপ্রতিনিধি ও কার্ডধারিদের পূর্ব থেকে অবহিত করার, ২০০৮ সালে উপজেলা সমাজসেবা অফিস থেকে অবৈধপন্থা অবলম্বন করে নিরীহ মানুষের নামে ‘সামাজিক লোন’ উত্তোলনের বিষয়টি খতিয়ে দেখার, খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামে হাজী তোতা মিয়া ও দেওকলস ইউনিয়ন দেওকলস গ্রামের মোহাম্মদ আলী এনামকে নিয়ে ‘মুক্তিযোদ্ধা নাকি অমুক্তিযোদ্ধা’ সৃষ্ট বিরোধ দ্রুত খতিয়ে দেখার, উপজেলা নির্বাচন অফিসে অনিয়ম-দূর্নীতির মাধ্যমে অবৈধভাবে আইডি কার্ড সংশোধন ও বৈধদের হয়রাণী করা এবং ঘুষ দিলে সেবা মিলে ও ঘুষ না দিয়ে সেবা নাই-এর বিষয়টি ক্ষতিয়ে দেখার জোর দাবী রাখেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আশিক আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর উদ্দিন মেম্বার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. গোলাম মুর্তুজা খান, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকতা বদরুন নাহার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক এমি বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মধু মিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আলাউল হক সরকার।
শেয়ার করুন