ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে এলাকার দেড়শত লোকের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
শোকাবহ আগস্ট মাস শুরুর ১ম দিন সোমবারে উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী উপ-স্বাস্হ্য কেন্দ্রে মাদকদ্রব্য ও নেশা-নিরোধ সংস্হা ‘মানস’ লামাকাজী ইউনিয়ন শাখার উদ্যোগে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক ও মানস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পাল এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রনজিত চন্দ্র ধর রন, বীর মুক্তিযোদ্ধা কবি মুহিবুর রহমান কিরন, মাদকদ্রব্য ও নেশা-নিরোধ সংস্হা ‘মানস’ এর সিলেট জেলার সভাপতি হেলাল আহমদ, গোবিন্দ গন্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর দত্ত, আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু রায় হিমু, বিশিষ্ট ব্যবসায়ী সুনিল কান্তি দে, জেলা যুবলীগ নেতা অতুল দেব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্রী তাপস দাস পুরকায়স্ত ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী পোলক ভট্টাচার্য্য।
এসময় উপস্হিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লালা মিয়া, ড. মন্জুশ্রী একাডেমীর পরিচালক কবি সুমন বিপ্লব, সংগঠক বলরাম দে, আকদ্দুস আলী, ড ফরিদ আহমদ, শহিদ খান আতা, কপিল আহমদ, বায়েজিদ আহমদ, আনোয়ার আলীসহ ‘মানস’ এর নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
শেয়ার করুন