ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে টেন পাওয়ার নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের ২৬ তম আসরের ফাইনাল ও পুরুস্কার বিতরন অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বিকাল সাড়ে তিনটায় উপজেলার পূর্ব চাদশীর কাপন বিদায়-সুলপানি সংলগ্ন সিক্সার্স কিংস ক্রিকেট ক্লাবের মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্টিত টেন পাওয়ার নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় সিক্সার কিং ক্রিকেট ক্লাবের বিপক্ষে নব দিগন্ত ক্রিকেট ক্লাব বিজয় অর্জন করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে পুরুস্কার বিতরন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রুকন এর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, পৌর সভার কাউন্সিলর ফজর আলী, রফিক হাসান।
এসময় উপস্হিত ছিলেন ক্রীড়া সংগঠক নিখিল কুমার পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া সহ প্রমুখ।
শেয়ার করুন