বিশ্বনাথে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট জনগোষ্ঠির ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এফআইভিডিবি উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের সার্বিক সহযোগিতায় জনগোষ্ঠির ঝুঁকি নিরূপণ (সিআরএ) প্রতিবেদন হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের ও এফআইভিডিবি উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়ক ছাদিকুর রহমানের পরিচালনায় উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প বিশ^নাথ উপজেলার রামপাশা, লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে জনগোষ্ঠির ঝুঁকি নিরূপণ (সিআরএ) সম্পন্ন করে প্রতিবেদন হস্তান্তর করা হয়।

কার্যক্রমের জনগোষ্ঠির ঝুঁকি নিরূপণ (সিআরএ) প্রতিবেদন উপস্থাপন করেন এফআইভিডিবি- উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা।
সভাপতির বক্তব্যে উপজেলার নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন-এফআইভিডিবি-উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের কর্মকর্তাগণ জনগোষ্ঠির ঝুঁকি নিরূপণ কার্যক্রমে প্রশিক্ষণসহ সবকিছুতে খুবই তৎপর ছিলেন। তারা আন্তরিকতার সাথে কাজ করেছেন। বন্যা, বজ্রপাত, অতিবৃষ্টি, পাহাড় ধস এগুলোর জন্য মানুষকে সচেতন করতে মাইকিংসহ নানা উদ্যোগ নিয়েছি। দুর্যোগকালীন প্রস্তুতি কমিটি করেছি। এই কাজগুলোতেও তারা সহযোগিতা করেন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের, বিশ্বনাথ থানার এসআই কবির আহমদ, ফায়ার সার্ভিসের লিডার চিত্তরঞ্জন বৈদ্য, উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউপি চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান তালুকদার দয়াল উদ্দিন, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউপি চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সুহেল ও সাংবাদিক আশিক আলী, এফআইভিডিবি-উইমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার বিনয় ভুষন চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *