ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বন্যার্ত ৪৫টি পরিবারের মধ্যে চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও সংগঠক শফিক আহমদ পিয়ারের উদ্যোগে ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ওই পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার দশপাইকাস্থ চাউলধনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ করা হয়।
উদ্যোক্তা শফিক আহমদ পিয়ারের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী, দশপাইকা আনোয়ারুল উলূম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হোসাইন মো. সাইফুল্লাহ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ।
এর পূর্বে ধাপে ধাপে গত এক সপ্তাহে দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারকে নগদ অর্থ ও ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন শফিক আহমদ পিয়ার।