ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ককে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২১ জুলাই) আলোচনা সভা, র্যালী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং সীমান্তিকের মা-মনি প্রকল্পের উপজেলা কো-অডিনেটর মোহাম্মদ শিহাব উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একেএম শামছুজ্জামান মিলন, গীতাপাঠ করেন সমীরণ তালুকদার ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেবা প্রদানে সেরা হওয়া ‘এফডব্লিউএ শংকরী চৌধুরী, এফপিআই একেএম শামছুজ্জামান মিলন, এফডব্লিউবি জহুরা বেগম, এফডব্লিউসি লামাকাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
এসময় সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর উদ্দিন মেম্বার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জামসেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক কামাল মুন্না, ফারুক আহমদ , পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা রাজন মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন