বিশ্বনাথে মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা প্রদান

সিলেট

স্টাফ রিপোর্টার:

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে উপজেলার শাহপিন উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমীর খেলোয়াড়দের উদ্যোগে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংবর্ধিত অতিথি মোহাম্মদ মিছবাহ উদ্দিন ‘একাডেমী কাপ’র উদ্বোধন করেন। মোহাম্মদ মিছবাহ উদ্দিন দক্ষিণ বিশ্বনাথ স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য সচিব। মোহাম্মদ মিছবাহ উদ্দিন একাডেমির দায়িত্বশীল ছাড়াও ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহসভাপতি’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন।

দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমীর সমন্বয় কমিটির সদস্য ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমীর সমন্বয় কমিটি যুক্তরাজ্যের সদস্য সচিব ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন। তিনি বলেন, আজ আমি সবার ভালবাসায় সিক্ত। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। একাডেমী প্রতিষ্ঠা করায় আজ আমাদের ছেলেরা খেলতে পারছেন। নিজ চোঁখে দেখে নিজেকে খুব গর্বিত মনে করছি। একাডেমীর এধারা অব্যাহত রাখতে প্রবাসীরা আপনাদের পাশে আছেন, ইনশাআল্লাহ আপনারাও আমাদের পাশে থাকবেন সব সময়।
একাডেমীর সমন্বয় কমিটির সদস্য আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, একাডেমীর প্রধান কোচ সাহাজ উদ্দিন টিপু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একাডেমীর সমন্বয় কমিটির সদস্য তজম্মুল আলী রাজু। বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী সামছুল ইসলাম, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমীর সমন্বয় কমিটির সদস্য হেলাল মিয়া মেম্বার, তারেক আহমদ খজির।
এসময় উপস্থিত ছিলেন একাডেমীর সমন্বয় কমিটির সদস্য নাজিম উদ্দিন, ক্রীড়া সংগঠক আব্দুন নূর, সাইদুল ইসলাম, জগলু মিয়া, প্রবাসী সাইদুর রহমান পলাশ, একাডেমীর খেলোয়াড়সহ এলাকার মুরব্বীয়ান ও যুবকেরা। সংবর্ধনা শেষে মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন একাডেমীর খেলোয়াড়বৃন্দ।
এদিকে শাহপিন উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে নীল সাদা দল ও সবুজ সাদা দলের মধ্যে প্রীতি ফুঠবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে ২-০ গোলে সবুজ সাদা দলকে হারিয়ে বিজয় লাভ করে নীল সাদা দল। নীল সাদা দলের খেলোয়াড়েরা হলেন মেহেদী হাসান মামুন, এহসান, মোজাহিদ, জাবের, হাসান-১, হাসান-২ এবং সবুজ সাদা দলের খেলোয়াড় হিসেবে ছিলেন জুনেদ, জুবায়ের, রিদুয়ান, এহিয়া, রাহী, মাহবুব, সালিক, সুবেল, ইমলান, ইব্রাহিম। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন পরতাব আলী, সাহাব উদ্দিন সাবুল, নূর উদ্দিন, সুনীল বৈদ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *