ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে ৮০ জন খামারীদের মধ্যে ২০ কেজি করে দানাদার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (৩রা সেপ্টেম্বর) উপজেলা প্রাণীসম্পদ হলরুমে ওই খাদ্য বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক আব্দুস সালাম।
এসময় উপজেলা উপসহকারি প্রাণীসম্পাদক কর্মকর্তা সাদেকুল ইসলাম, উজ্জল কুমার অধিকারী, এলএফএফ গণেশ মহন্ত, শহিদুল্লাহ, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়াসহ বিপুল সখ্যক খামারীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন