বিশ্বনাথের ‘খাজাঞ্চী একাডেমী’তে প্রবাসী সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট

স্টাফ রিপোর্টার:সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘খাজাঞ্চী একাডেমী’র উদ্যোগে প্রতিষ্ঠানের মিলনায়তনে প্রবাসীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম-সেবা।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রঞ্জু।

খাজাঞ্চী একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোছাঃ জেবিন বেগমের সভাপতিত্বে ও সদস্য মোস্তাক আহমদ মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় উপদেস্টা কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত, বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েস, ট্রেজারার বখতিয়ার খাঁন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি ফখরুল ইসলাম, খাজাঞ্চী একাডেমী পরিচালনা কমিটির সদস্য শওকত আলী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রায়হান আহমদ, জাতীয় সংগীত পরিবেশন করেন নাদিয়া ও তার দল এবং স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী একাডেমীর প্রধান শিক্ষক আরাফাত হোসেন।
এসময় অনুষ্ঠানে খাজাঞ্চী একাডেমী পরিচালনা কমিটির সদস্য আপ্তাব আলী, হিরন মিয়া, আব্দুল হক, সিরাজ উদ্দিন, সাইদুর রহমান, আবুল কালাম, আনছার আলী, ফাতেমা বেগম, আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি তাজ উদ্দিন আহমদ প্রমুখ’সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *