বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে হাজার বন্যার্তকে খাবার দিল থানা পুলিশ

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টারঃ

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের এক হাজার বন্যার্তকে রান্না করা খাবার দিয়েছে থানা পুলিশ।

বুধবার (২৯ জুন) দুপুরে ইউনিয়নের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নেতৃত্বে খাবার বিতরণ করেন থানা পুলিশের সদস্য।

রান্না করা খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ মেম্বার, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আহমদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, থানার এসআই মামুনুর রশিদ, আজহার-উল ইসলাম, এসআই বিনয় চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *