অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
গুচ্ছ কৃষির ২০২২-২৩ শিক্ষাবর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হয় ৮ নভেম্বর থেকে এবং তা ১০ নভেম্বর পর্যন্ত চলে।
তিনদিন ব্যাপী সিকৃবিতে ভর্তি কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন ” বাঁধন” সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট।
গুচ্ছ ভর্তি ২০২১ -২২ শিক্ষাবর্ষে আগত শিক্ষার্থীদের “বাঁধন” সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং উপকমিটির আহ্বায়ক দীপঙ্কর অধিকারীর সভাপতিত্বে এবং
সদস্য সচিব জিকরুল আমিনের সঞ্চালনায় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক কমিটির বাঁধন কর্মীবৃন্দ।
৩ দিনের (৮-১০ নভেম্বর) ভর্তি কার্যক্রমে সর্বমোট ৩৭৭ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শেষ হয়।
ডিন কাউন্সিলের আহ্বায়কের প্রদত্ত তথ্যানুসারে, তিন দিনের ভর্তি কার্যক্রম শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ আসনের বিপরীতে ভর্তি সম্পন্ন করে ৩৮৭ জন শিক্ষার্থী এবং ছয়টি অনুষদে আসন শূন্য রয়েছে আরো ৪৪ টি। শূন্য আসন গুলো অটোমাইগ্রেশনের মাধ্যমে পূরণ হবে বলে জানান তিনি।
শেয়ার করুন