ভাঙ্গা শ্রদ্ধাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন বিএনপি

বাংলাদেশ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপির নেতাকর্মীদের হুড়োহুড়িতে ভেঙে গেছে তাদের ফুলের শ্রদ্ধাঞ্জলি। পরে সেই ভাঙা শ্রদ্ধাঞ্জলি দিয়েই শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন তারা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা সৌধ এলাকার বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য গেলে এ ঘটনা ঘটে।

এ সময় দেখা গেছে, বিএনপির ঢাকা জেলার নেতা সালাউদ্দিন বাবু, খন্দকার মোশাররফ হোসেন ও ড. আব্দুল মঈন খান পেছনের নেতাকর্মীদের ধাক্কায় বেদির উপর ঝুঁকে পড়েন। এ সময় শ্রদ্ধাঞ্জলিটি মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়। পরে সেই ভাঙা শ্রদ্ধাঞ্জলিই বেদিতে অর্পণ করেন তারা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে সারা দেশের মানুষ বিক্ষুব্ধ। শুধু আমাদের দেশেই নয় আন্তর্জাতিকভাবেও বিক্ষুব্ধ। দেশের মানুষ আগামীতে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়। আন্তর্জাতিক বিভিন্ন মহলে এ সুষ্ঠু নির্বাচন চায়। তাই আমরা এ বিজয় দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এছাড়া ১০ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

এছাড়া শ্রদ্ধাঞ্জলির সময় ছাড়াও জাতীয় স্মৃতিসৌধ এলাকার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *