ভোলায় পুলিশের গুলিতে দলীয় নেতা নিহত হওয়ার প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেট

সারাদেশে নজিরবিহীন বিদ্যুতের লোডশেডিং ও জ¦ালানী খাতে অব্যবস্থানার প্রতিবাদে আজ ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম নিহত ও অগণিত দলীয় নেতাকর্মীর গুলিবৃদ্ধ হওয়ার প্রতিবাদে সিলেট নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

রোববার (৩১ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী ও সৈয়দ সরওয়ার রেজা যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরান হোসেন হেলাল, সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপণ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলী আকবর খান, দেওয়ান রেজা মজিদ, দুলাল আহমদ, রুবেল বক্স, জাবেদ আহমদ জীবন, সৈয়দ শহীদ আহমদ সাবু, সালেক আহমদ, ফারুক আহমদ, প্রভাষক মাকসুদ আলম, জাহেদ আহমদ, আব্দুল আমিন, সাইফুল আলম কোরেশী, ঝলক আর্চায্য, লিয়াকত আলী ইমন, এনামুল হক, নির্ঝর রায়, আশিকুর রহমান আশিক, সাদ্দাম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সদিউল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা তবারক আলী, খলিলুর রহমান, শেখ সাকিব, জাহিদ হোসেন, ওয়াহিদ খান, মাসুম আহমদ, নায়িম আহমদ, সাজ্জাদ হোসেন আরমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন ওয়াার্ডের আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান বক্স মনসুর, সায়েম আহমদ রনি, সাজিদ নুর বাবু, হাবিবুর রহমান হাবিব, তাজ হোসেন তারেক, রবিউল হোসেন, আব্দুল আহাদ, মেহেদী হাসান সোবেল, ইয়াছিন হোসেন জয়, লায়েক আহমদ, এসকে আলাল, শিপলুজ্জামান, দেলোয়ার আহমদ, রবিন হোসেন, সাইয়ান আহমদ শিপন, ইমন আহমদ, রাজিব আহমদ, সাইফুল ইসলাম শিপন, ছাব্বির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, নুরেস আলী, শাহিন আহমদ, ছাব্বির আহমদ, তারেক মনোয়ার, শামীম আহমদ, রাশেদ তালুকদার, রোহান আহমদ, রাসেল আহমদ, জাবেদ আহমদ খান, সুজন আহমদ জয়, আল আমিন, রাসেল আহমদ, জুনেদ আহমদ, মানিক কাজী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *