মঙ্গলবার সিলেট চেম্বারে ২ দিনব্যাপী ‘ভ্যাট বুথ’র উদ্বোধন

সিলেট

 

ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত পরামর্শ ও সহায়তা প্রদানের লক্ষ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে ২ দিনব্যাপী ‘ভ্যাট বুথ’ কর্মসূচির উদ্বোধন হচ্ছে আগামীকাল মঙ্গলবার।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর আবগারী ও ভ্যাট বিভাগ এর উদ্যোগে এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চেম্বার কার্যালয়ে সম্পন্ন হবে এর উদ্বোধনী অনুষ্ঠান।

সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়ীদের মধ্যে ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহন, দাখিল প্রদান ও মূসক-৬.৩ ইস্যূসহ সকল ধরনের আইনী সহযোগিতা প্রদানের লক্ষ্যে ২ দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৩ ও ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সিলেট চেম্বারে এই ‘ভ্যাট বুথ’ কর্মসূচি চলবে।

এতে অংশগ্রহণ করার জন্য সিলেট চেম্বারের সকল সদস্য ও ব্যবসায়ীগণকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *