বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের আলীপুর গ্রামের মনাই বিশ্বাসের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর পঙ্গু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার ডান পা সংযোজন করা হয়।
মানবিক এ কাজে সার্বিক সহযোগিতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
এদিকে, চিকিৎসা শেষে ঢাকা থেকে ফিরে গতকাল বুধবার এডভোকেট নাসির উদ্দিন খানের সাথে তাঁর রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন মনাই বিশ্বাস। এ সময় তিনি কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করে দেয়ায় রাজনীতিবিদ নাসির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিত্তোরে এডভোকেট খান অসুস্থ মনাই বিশ্বাসের সংসার জীবন সুন্দরভাবে পরিচালনা করতে ব্যক্তিগত ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়োজনীয় সবরকমের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।