এবার সারাদেশের বেশ কয়েক জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় এবার মুখ খুললেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৫ আগস্ট) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে এমন আহ্বান জানান তিনি। জনপ্রিয় এই ইসলামি আলোচক জানান, আনন্দে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না। কেউ যাতে আইন হাতে তুলে না নেয় সেই নির্দেশনাও দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। লুটপাট ও ভাঙচুর করবেন না। সবাই সংযত আচরণ করি। পরিবেশটা নষ্ট করলে ক্ষতি আমাদেরই।
শেয়ার করুন