মহানগর যুবদলের দুই নেতা বহিষ্কার

সিলেট

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিলেট মহানগর শাখার দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। বহিষ্কৃত দুই নেতা হলেন- সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ।
শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ সিলেট সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সদস্য মো. তৌফিক বক্স লিপনের হয়ে কাজ করতেন। বর্তমানে লিপন গ্রেফতার হয়ে কারাবন্দি রয়েছেন।
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনও ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবদলের দুজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *