রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
“শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রত্যয় নিয়ে
নতুন বছরের প্রথম দিনে আজ মাধবপুরে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে।রবিবার(১জানুয়ারি) সকাল ১০ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসবের সূচনা করেন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সানের সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,ওসি আব্দুর রাজ্জাক,প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব মোছাব্বির হোসেন বেলাল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর শাখার সভাপতি সাইফুল হক মির্জা প্রমুখ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক বৃন্দ ,আওয়ামী লীগ ও অংগসংগঠন সমুহের নেতৃবৃন্দ,অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি বলেন,বিশ্বের কোনো দেশেই বছরের প্রথম দিনে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজনের নজির নেই।এই নজিরবিহীন কাজটি বাংলাদেশে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা।তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। জাদুর মেট্রোরেলের যুগে প্রবেশ করেছি প্রধানমন্রীর নেতৃত্বে। সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম।