রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর হাওরে মা বাবার চোখের সামনে ধান কাটার মেশিন নিচে চাপা পড়ে শামীম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের আবুল কালামের ছেলে।
মীরনগর গ্রামের স্থানীয় বাসিন্দা ফয়সল মিয়া জানান, আবুল কালাম স্ত্রী ও ছেলে শামীম সহ হারবেষ্টার মেশিন দিয়ে জমির ধান কাটাতে পার্শ্ববর্তী হাওড়ে যায়। মেশিনের ধান কাটার এক ফাকে তার শিশু সন্তান শামীম অ সাবধানতা বসত মেশিনের ধাক্কা লেগে শিশুটির মাথা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে মাধবপুর থানার এস আই শুভ দে ঘটনাস্থল পাঠানো হয়েছে।