হবিগঞ্জের মাধবপুরে মো: আব্দুস সামাদ সুমন (৩৭) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত আব্দুর রহমান মাস্টার এর ছেলে ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর অঞ্জন তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের সিদ্দিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: মাহবুব সত্যতা নিশ্চিত করে জানান, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ অভিযোগে দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি।
শেয়ার করুন